একটা সত্যি গল্প
আমার বাড়ি রাস্তার পাশে হওয়ায় স্বাভাবিক ভাবে রাস্তার ধারে মাঝে মাঝে দাড়িয়ে থাকা হয়। সেই সাথে বাড়ির পাশে হাইস্কুলে হওয়ায় ছেলেমেয়েদের স্কুলে যাওয়া আসা লক্ষ্য না চাইলেও হয়ে যায়।
স্বাভাবিক ভাবে ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসা করে ব্যাপার টা খুবই স্বাভাবিক, এখানে দোষের কিছু নাই।কিন্তু স্কুলে মেয়েরা যখন প্রাইভেট পড়তে যায় তখন লক্ষ্য করা যায় কতিপয় ছেলেরা মেয়েদের পিছনে পিছনে এমন ভাবে ফলো করতে করতে আসে মনে হয় নিজের ভাইও তার বোন কে এতো কড়া ভাবে নজরে রাখে না।তাদের ফলো করা চলাফেরা আর স্টাইলে সিনেমা কেও জেনো হার মানায়।
তারা মেয়েদের ফলো করে পিছন পিছন ভালোবাসার কথা জানাতে থাকে, আর মেয়েরা সামনে থেকে বলে আপনি আসেন না তো পিছন পিছন, তখন তাদের কিছুটা অসহায় মনে হলেও (প্রকৃত পক্ষে মেয়েরা এতোটাও ভালো না) এভাবেই চলছে প্রেম।সফলাতাও পাচ্ছে পিছন পিছন ঘোরা ছেলেরা
সহজ লাভ্য হয়ে গেছে প্রেম,, হারিয়ে গেছে লাজ লজ্জা,,
ছড়িয়ে পড়েছে বেহায়াপনা,, ছোটরা হয়ে গেছে বড়ো,,
সেজে প্রেমিক সেজেছে প্রেমিকা
তাইতো প্রেম হয়ে গেছে সহজ।
এডিসি
No comments